মস্ত বড় একটি রোগে গো
সখি গো ধরেছে আমারে
করলো রোগে কারাবরণ
আমার দেহ অন্তরে।।
সেই রোগের কতই যন্ত্রণা
কেহ তো বুঝিতে চাহে না
সহেনা প্রাণে সহেনা
ব্যথায় যায় হৃদয় পুঁড়ে।।
কত বৈদ্য কবিরাজ আসে
রোগ কী গো মোর সেড়ে গিয়েছে
রোগ যন্ত্রণা বেড়ে গেছে
ঔষধে না কাজ করে।।
কত ঔষধ দেবে গো মোরে
ঔষধে কী কোনো কাজ করে
নাঈমের ঔষধী যে রে
আনিয়া দাও তাহারে।।
Leave a Reply