কার কাছে কই মনের ব্যথা
বুক ফেটে মোর যায়
কেউ বুঝে না মনের ব্যথা
আমি কেঁদে যাই।।
আগে বুঝলে বন্ধুর ছলনা
এখন এত ব্যথা পাইতাম না
দিলে সয় না প্রাণে সয় না
অন্তরকে বুঝানো দায়।।
সখি আমায় বলো গো তোরা
দুখ কী আমায় দেবে না ছাড়া
কখন জানি যাব মারা
দুখের মালা নিয়ে গলায়।।
বন্ধে আমায় কথা দিয়া
নিল না সাথে করিয়া
কয় ভাবিয়া নাঈম মিয়া
মনের দুখ কারে দেখাই।।
পূর্ববর্তী:
« কামিনীর কাম সাগরে মন তুমি নিমগন
« কামিনীর কাম সাগরে মন তুমি নিমগন
পরবর্তী:
কার কাছে দাঁড়াব আমি বলো না »
কার কাছে দাঁড়াব আমি বলো না »
Leave a Reply