আসিলো না মোর বন্ধু শীতের কেঁথা
শীত আসিলো শীত আসিলো গো।।
কনকন করে শীতের রাতে
আমার বদনতা
আসলে প্রাণবন্ধু আমার
কইতাম মনের কথা গো।।
কী লাভ হবে বেঁচে থেকে
না আসলে প্রাণ মিতা
তারে না পাইলে হবে মোর
সাধের জনম বৃথা গো।।
আমি হলাম বিরহীদের
প্রধানত নেতা
কুল নাই তাহার প্রেমে পড়ে
যা ছিল প্রেম ছাতা গো।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
করিয়া প্রেম মিথ্যা
দ্বিগুণে পাহিলাম জ্বালা
ছলনা আর ব্যাথা গো।।
পূর্ববর্তী:
« আসিলেন নবী ঈসা বনু ইস্রাইলে নবুয়তি কিতাবধারি
« আসিলেন নবী ঈসা বনু ইস্রাইলে নবুয়তি কিতাবধারি
Leave a Reply