আমার মনে সয় না বিচ্ছেদ জ্বালা
প্রাণের কালা গো।।
তুমি যে আমায় বাসো ভিন
আমি বাসি ভালা
আইসো মোর বাসরে
তুমি পাইলে নিরালা গো।।
কোথায় রও পরাণের বন্ধু
আমায় রাখিয়া একেলা
আমি তোমার আশাধারী
না আশা পুরাইলা গো।।
বুঝিতে না পারি বন্ধু
কী করি অবলা
তুমি আমারে কোন
ছলনায় বাঁধিলা গো।।
আমারে কেন বন্ধু
দুখ যাতনা দিলা
বলো বলো বলো বন্ধু
কী শান্তি পাহিলা গো।।
নাঈমের হাত ধরে বন্ধু
কথা দিয়াছিলা
জনম জনম থাকবে পাশে
তবে কেন দূর রইলা গো।।
পূর্ববর্তী:
« আমার মন হইয়াছে লাচাড়ি, পড়িয়াছি ঘোর বিপদে
« আমার মন হইয়াছে লাচাড়ি, পড়িয়াছি ঘোর বিপদে
পরবর্তী:
আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ »
আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ »
Leave a Reply