আমি গাই গো
আমার প্রাণবন্ধুয়ার গান
বৈশাখ মাসে মন উল্লাসে
কাটে মানুষ ধান।।
হালকা বাতাস মিষ্টি রোদে
কৃষক শুকায় ধান
বন্ধু আমার মনেরই ধান
জীবন যৌবন প্রাণ।।
প্রাণবন্ধুর অপেক্ষাতে হয়
যৌবন অবসান
দূরে থাকে প্রাণবন্ধু
করে অভিমান।।
প্রেম ক্ষেত্রের কৃষক বন্ধু
এই নাঈম নাদান
আমার খবর না লয় বন্ধু
থাকে দূরে পাষাণ।।
পূর্ববর্তী:
« আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে
« আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে
পরবর্তী:
আমি গান গাই গাইগো গান আমার মন রে বুঝাই »
আমি গান গাই গাইগো গান আমার মন রে বুঝাই »
Leave a Reply