ও বসন্তের কোকিল রে
কুহু কুহু করিয়া তুই ডাকিস না আমারে
মন কাঁড়িলি প্রাণ কাঁড়িলি
যৌবনও কাঁড়িলি রে।।
ছয় শতিনের মাঝে কোকিল
আমি আছি রে বেঁচে
প্রেমবিচ্ছেদ অনলে আমার
অঙ্গ বিঁধেছে
বন্ধু কথা দিল না রাখিলো
থাকে সে দূরে দূরে।।
শোভা পায় না ব্যাথা দেওয়া
পাইনি রে তোর ক্লেশ
ও পরাণের বন্ধুরে তুই
না থাকিস বিদেশ
কাছে আছিস কাছে থাকিস
সর্বসময় ধরে।।
তোর প্রেমের ওই মধুর ডাকে
মন হইলো উতালা
এই বসন্তে যৌবন পাইলো
নাঈম পাগেলা
তোকে বিনে বাঁচবো না রে
হৃদয় হইবো ছাকি রে।।
পূর্ববর্তী:
« ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব প্রিয় সখী
« ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব প্রিয় সখী
পরবর্তী:
ও বা রসিক কালাচান কি জন্যেতে রাধা বলি »
ও বা রসিক কালাচান কি জন্যেতে রাধা বলি »
Leave a Reply