সজনী গো-
আমি প্রাণবন্ধুর পিরিতে মরা
বাঁচিবো না এই যৌবনে
আমি তারে ছাড়া।।
প্রাণবন্ধুর পিরিতে হলাম
আমি সর্বহারা
ব্যাধিবালা অঙ্গে আমার
কেমনে হবে সাড়া।।
প্রাণবন্ধুর বিচ্ছেদে আমার
সর্ব অঙ্গ ভরা
আসবে কবে প্রাণবন্ধু
নাহি দেয় ইশারা।।
কাছেতে আসে না বন্ধু
না দেয় আমায় ধরা
কলঙ্ক মোর অন্তর সিন্ধু
হইলাম কুলহারা।।
জীবন যৌবন প্রাণ আমার
কাড়লো মনচোরা
নাঈমে কয় বন্ধুর প্রেমে
হইলাম অন্ন ছাড়া।।
পূর্ববর্তী:
« সজনী গো, আমারে বন্ধুর মনে নাই
« সজনী গো, আমারে বন্ধুর মনে নাই
পরবর্তী:
সজনী জলে গিয়াছিলাম একেলা »
সজনী জলে গিয়াছিলাম একেলা »
Leave a Reply