তুমি যাইয়ো না
যাইয়ো না রে ও প্রাণনাথ
তুমি যদি যাও গো চলে
কে দেখবে মনের ব্যাঘাত।।
তোমার জন্য ছাড়িয়াছি
আমার কুলজাত
দয়া করে কাটাইয়া যাও
মধুর যৌবন রাত।।
থাকো তুমি আমার কাছে
পুঁড়াইয়া দাও সাধ
যাবে ও প্রাণনাথ তুমি
হইলে প্রভাত।।
কী বা সুখ তুমি পাহিলা
দিয়ে মনে আঘাত
বুঝি না তো মতিগতি
তোমার তেলেশমাত।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
করিয়া হায় রাগ
আমার প্রিয় হয়ে তুমি
কেন দেখাও তফাৎ।।
পূর্ববর্তী:
« তুমি বোঝো না রে বন্ধু বোঝে না ব্যথিতের বেদনা
« তুমি বোঝো না রে বন্ধু বোঝে না ব্যথিতের বেদনা
পরবর্তী:
তুমি যে হলে শ্রেষ্ঠ বাংলার কূল »
তুমি যে হলে শ্রেষ্ঠ বাংলার কূল »
Leave a Reply