তোমায় করি মিনতি গো
দূর যাইয়ো না ও প্রাণ সাথি।।
ভূলিতে পারি না তোমার
মধুময় স্মৃতি
আশাবাদী এই অবলার
হইবো কী গতি গো।।
দূর যদি যাবারই ছিলো
কেন শিখাইলে পিরিতি
কে আমারে দিবে বলো
আদর সোহাগ প্রীতি গো।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
হবে কী দুর্গতি
তোমায় কুলমান সঁপিয়া
পাই কুলনাশা উক্তি গো।।
পূর্ববর্তী:
« তোমায় আমি ডাকি কাতরে উদ্ধার করো আমারে
« তোমায় আমি ডাকি কাতরে উদ্ধার করো আমারে
পরবর্তী:
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না »
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না »
Leave a Reply