কৃতজ্ঞতা নাই মনে কুইলার
ভালো নয়রে স্বভাব
মন্দ বার্তায় কান পাতি দেয়
সততার তার অভাব।।
লাল কাপড়ে লুঙ্গি বানায়
মাথার টুপি পথুয়া
ভণ্ড সে যে মদ গাজা খায়
লোকসমাজের থুথুয়া
নিরক্ষর সে পন্ডিত সাজে
বুঝি পন্ডিত সা-ব।।
মানবতা নাই,নাই যে ধর্ম
ঈমান কাড়ে কথায়
সুদর্শনের চাকে ভরা
মূর্খ বেটার মাথায়
না চিনে সে আল্লাহ নবী
ওলী মুর্শিদ সৎ তুলাব।।
চুনরে লইয়া মুখের মাঝে
দইয়ের গান গায়
পরার মনে দুঃখ দিয়ে
শান্তি সে পায়
নাঈমে কয় হাশর দিনে
তার কী হবে জবাব।।
[এই গানটি ক্ষেত্রবিশিষ্ট করে লেখা হয়েছে।এখানে লাল কাপড় যারা পরে তাদেরকে নয় বরং এরকম রূপ ধরে যারা ভণ্ডত্বের তালাশ করছে তাদেরকে নিয়ে লেখা হয়েছে।]
পূর্ববর্তী:
« কুসুমবাগে তরুশাখে ফুটল গোলাপফুল
« কুসুমবাগে তরুশাখে ফুটল গোলাপফুল
পরবর্তী:
কৃপা কইরে আইস আসরে গৌরমণি »
কৃপা কইরে আইস আসরে গৌরমণি »
Leave a Reply