লম্বা চুল রাখলেই কেহ
বাউল হওয়া যায় না
বাউলত্ব তার মাঝে যার
আছে সৎ চেতনা।।
থাকতে হবে অহংকারহীন
সরলত্বের ভাবনা
মানব কল্যাণে রয় নিয়োজিত
যেন কেহ কষ্ট পায় না।।
করে যে সদা সর্বদা
স্রষ্টার প্রেম ভজনা
বৈষয়িক দ্বান্দা ছেড়ে দেয়
লয়ে সত্যের ছামানা।।
সর্বত্যাগী হতে হবে
গাইবে দ্বীন গঞ্জনা
নির্মোহ স্বাধীন চেতা
গড়ে যার আবাসনা।।
নিজের মাঝে খুঁজিতে হয়
স্রষ্টার আবাসনা
নাঈম ত্বরীবে শেষে
অকূলে ডুববে না।।
পূর্ববর্তী:
« রয়েছো লিপ্ত কী নিয়ে
« রয়েছো লিপ্ত কী নিয়ে
পরবর্তী:
ললিতলাবণ্যরূপে দেখা দাও হে বংশীধারী »
ললিতলাবণ্যরূপে দেখা দাও হে বংশীধারী »
Leave a Reply