কেন যে ধান ফলাইলাম
আমি ক্ষেত্রটায়
এখন পঙ্গপালে আইসা সকল
ধান নটাইয়া যায়।।
পঙ্গপাল সব যাবে চলে
সুসময়ে কৃষক এলে
নটাইয়া যাবে ধান সকলি
বেলা বয়ে যায়।।
কৃষক আমার প্রাণের মুর্শিদ
নামটি তাহার আবদুল তোয়াহেদ
করিমপুর বানাইলো ক্ষেত্র
সর্বশেষে আমায়।।
নাঈম হইবো আত্মহারা
সুসময়ে দিলে ধরা
বাঁচবো না প্রাণ মুর্শিদ ছাড়া
নিদানের বেলায়।।
পূর্ববর্তী:
« কেন মন মজিলে রে মিছা মায়ায়
« কেন মন মজিলে রে মিছা মায়ায়
Leave a Reply