আল্লাহ তুমি পালনকর্তা তুমিই আবার দয়াবান
এই জগৎ বিধাতা তুমি,সব তোমারি মেহেরবান।।
তুমি হলে রিযিকদাতা
তুমি হলে সৃষ্টিকর্তা
তুমি যে আলোর রেখা গাই আমি তোমারি গান।।
তুমি গোঁছাও সকল আঁধার
বিপাকেতে করো উদ্ধার
তুমি ছাড়া কেউ নাই আমার আমি এক অবুঝ নাদান।।
হে মাবুদ কল্যাণকামী
আছো হৃদয়ে তুমি
তুমি যে দয়ায় ভূস্বামী করিও আমায় হাদান।।
নাঈম কাঙ্গালে বলে
ঘৃণায় আমায় সকলে
তুমি না সহায় হইলে কে সহায় হইবো আমার।।
পূর্ববর্তী:
« আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই
« আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই
পরবর্তী:
আল্লাহ পাক পরওয়ারদিগার »
আল্লাহ পাক পরওয়ারদিগার »
Leave a Reply