আল্লাজির নাম লইয়া-
পথে যাই নামিয়া
আমি পাপী অধম গুণাহগার
নিও উদ্ধার করিয়া।।
আল্লাজির নাম না লহিয়া
ভব টানে ডুবিয়া
হেলায় হেলায় মিছা খেলায়
সময় যায় গোহাইয়া।।
পথের দিশা পাইলাম না
কুপথিক এক হইয়া
কুকর্মে মন বসেছে
আপন কর্ম থইয়া।।
কত ভূল করছি আল্লাজি
এই ভবে আসিয়া
নিজগুণে কইরো ক্ষমা
কই পাপী ডাকিয়া।।
নাঈম বলে ডেকে তোমায়
ভাবনা চিন্তা করিয়া
তুমি না করলে উদ্ধার
যাইমু আমি ঠেকিয়া।।
পূর্ববর্তী:
« আল্লা নাম না লহিলাম আমি
« আল্লা নাম না লহিলাম আমি
পরবর্তী:
আল্লাজির নাম লও রে মনা আল্লাজির নাম লও »
আল্লাজির নাম লও রে মনা আল্লাজির নাম লও »
Leave a Reply