বাপের গুতে গেছে না যে
ইশকুলের বারান্দায়
সে নাকি আবার নিজে
মানুষকে পড়াইতে চায়।।
নাই ঠিক ঠিকানা কোনো
তার কথা বার্তায়
মাতাল বেশে অবশেষে
আবিজাবি গান গায়।।
কিলা কয় মুখে বুঝে
ঠিক নাই কোনো ভাষায়
দেখে যারে গালি মারে
মুখে চুনকালি মাখায়।।
বাম হাতে কলম ধরে
দাগ দেয় উল্ঠায়
বুঝেনা কলমের মর্ম
পালদি কেলাশ ছাড়াই যায়।।
বাজে স্বভাবের লাগিয়া
পথ- ঘাটে মাইর খায়
নাঈম কয় এমন পন্ডিতে
চৌদ্দ গোষ্ঠীর মান গুহায়।।
পূর্ববর্তী:
« বানু সোনারে ও বানু সোনা রে
« বানু সোনারে ও বানু সোনা রে
Leave a Reply