দয়াল মোরে রহম করো দয়াময় তুমি জানি
রহমানুর রাহিম মওলার সব মেহেরবানি।।
জ্ঞান দিয়াছ ধন দিয়াছ করে দিলে ধনী
তবু তোমায় ভূলে রইলাম, নাহি তোমায় চিনি।।
ভূলের ডুরে পাপ করেছি তোমায় নাহি মানি
তৃষ্ণা মিটাতে দিলে সৃজে মিঠা পানি।।
তোমার পথে চলতে দিলে আল কোরআনের বাণী
তবু কেন অধম আমি তাহা বুঝিতে না জানি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া টেনে ভবের ঘানি
অপকর্মে মন মজাইলাম হায়রে হায় হারামি।।
পূর্ববর্তী:
« দয়াল মুর্শিদ, তুমি বিনে কে আছে আমার
« দয়াল মুর্শিদ, তুমি বিনে কে আছে আমার
পরবর্তী:
দয়াল রে দয়াল কাছে টেনে লও মোরে করে আপনা »
দয়াল রে দয়াল কাছে টেনে লও মোরে করে আপনা »
Leave a Reply