মোরে উড়াইয়া দিল বন্ধে গুড্ডি বানাইয়া
আমিও উড়িয়া গেলাম ছল না বুঝিয়া।।
কাছে টেনে নিলো বন্ধু হাসিয়া হাসিয়া
এখন মোরে কেন দিল দূরেতে সরাইয়া।।
যেমনে ফিরায় সে মোরে সুতায় টানিয়া
তেমনি ফিরি আমি হাওয়ায় দুলিয়া।।
কেমন খেইল খেলায় বন্ধে আমারে দিয়া
আমি ও খেলিতে লাগলাম বাও না বুঝিয়া।।
নাঈমের সখ ছিল না ভালোবাসা নিয়া
প্রেমের গুড্ডি উড়াইবো দুজনে মিলিয়া।।
পূর্ববর্তী:
« মোর ভবের কাম কী না হইলো রে জানা
« মোর ভবের কাম কী না হইলো রে জানা
পরবর্তী:
মোরে কাঙ্গাল জানিয়া পার কর দয়াল গুরুজী »
মোরে কাঙ্গাল জানিয়া পার কর দয়াল গুরুজী »
Leave a Reply