বাদলা দিনের পাগলা হাওয়া
তোমার কাছেতে একটা চাওয়া
মোরে বলে দাও কোথা মনচুরা
মোরে বলে দাও কোথা প্রাণ বন্ধুয়া।।
পাগলা হাওয়া রে বিনয় করি
বয়ে যাও মোরে বন্ধের বাড়ি
কোথা মোর বন্ধু লুকোচুরি
করিছে আমাকে নিয়া।।
ওরে হাওয়া তোর উদাস মনে
হয় না কী দয়া আমায় নিয়ে
যাইরে সদা আমি গানা গেয়ে
বলি বারে বারে রসকিয়া।।
পিরিতের গুড্ডি উড়াবো রে
দুজনে মিলে তোমার তরে
তোমার কাছেতে বলি বারে বারে
বন্ধুর পানে যাও তুমি বইয়া।।
নাঈমের প্রেমের রঙের গুড্ডি
লয়ে যাও ভেবে বন্ধের চিঠি
লিখেছি তারে ভালবাসি
একটি নজর যেন যায় গো দেখা।।
পূর্ববর্তী:
« বাতনে যায়রে মনা – ভেদ না বুঝে করিলে
« বাতনে যায়রে মনা – ভেদ না বুঝে করিলে
পরবর্তী:
বানু সোনারে ও বানু সোনা রে »
বানু সোনারে ও বানু সোনা রে »
Leave a Reply