তুমি পার করিয়া লও
দয়াল ত্বরাইয়া লও
অকূল দরিয়ায় কেবল তুমি দয়াময়.. দয়াল রে।।
কড়ি হাতে নাই যে আমার
গরিব হইলাম আমি
সব ধন আমার চোরে নিলো ওহে অন্তর্যামী.. দয়াল রে।।
অস্থির হইলো মন যে আমার
পার হই নদী কেমনে
হে দয়াময় তোমার নামে ভরসা আমার মনে.. দয়াল রে।।
কাঁদিয়া দয়ালের তরে
কাঙাল নাঈম কয়
ত্বরাও মোরে তুমি বিনে কেউ নাই দয়াময়..দয়াল রে।।
তব তরে কেন্দে কহে
কহে নাঈম দাসে
তুমি যদি না লও ত্বরে কেউ নাই ভববাসে.. দয়াল রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
শুনো হে মোর দয়াল চান
অকূল দরিয়া হইতে ত্বরাইয়া বাঁচাও পরাণ..দয়াল রে।।
পূর্ববর্তী:
« তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সুনার চান
« তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সুনার চান
Leave a Reply