দয়াল রে……
দয়াল কাছে টেনে লও মোরে করে আপনা
আমি অভাগিয়া, দয়াল তুমি রাব্বানা।।
কত যে পাপ করেছি নাই তাহার ঠিক ঠিকানা
তওবা করি বারে বারে চাইতেছি পানা( দয়াল রে)।।
আমি যে অবুঝ কাঙাল পন্থা খুঁজে পাই না
কোন পথে তোমায় পাব বুঝিতে পারি না( দয়াল রে)।।
এসে ভবে করলাম না তো তোমার কার্য্যখানা
আপন কার্য্যে কেবল সদা রহিলাম বেহানা( দয়াল রে)।।
তুমি তো দয়াল মওলা নাঈম কাঙাল বুঝে না
আপন জেনে নাও টেনে তোমার তরে কামনা( দয়াল রে)।।
পূর্ববর্তী:
« দয়াল মোরে রহম করো দয়াময় তুমি জানি
« দয়াল মোরে রহম করো দয়াময় তুমি জানি
Leave a Reply