পাগল মন মোর করিলো না আপন সাধনা
আপন চিনলে হৃদ গোপনে ফলিতো রে সোনা।।
দেওয়ানের চান আপন ঘরে সন্ধান করলো না
আপন ঘরে থাকে চান্দে চেয়ে দেখলো না।।
আপন ঘরে থাকতে মন খোঁজ করিলো না
ঘরের বাহির হইলে তারে খঁজে পাবে না।।
কয় ভাবিয়া নাঈম মিয়া বার্ধক্য নিও না
বার্ধক্য আসিবার আগে খুঁজো রে প্রাণসোনা।।
পূর্ববর্তী:
« পাগল মন
« পাগল মন
Leave a Reply