মরনের ডাক আসিলে নিকটে নাঈম
মরনের ডাক আসিলো নিকটে রে
একদিন তো হইবো মরন
নাঈম চিন্তা করে শিন্তা করে রে।।
গানপুরেতে থাকো নাঈম গড়ছো রে আবাসন
ছাড়তে হবে ছাড়তে হবে মায়ার এ সিংহাসন রে।।
কোথায় রইবো ওরে নাঈম সুন্দর সুন্দর ইসতিরি
কেবা করবে শাসন ত্রাসন সংসারের বাটপারি রে।।
ছেলে মেয়ে ভগিনি ভাই ছেড়ে সকল জন
টেনে নিবে যমপুরে আসিয়া কাল শমন রে।।
চাও কি নাঈম প্রেমের সুখ করিতে চাও বিয়া
মিছা সুখের আশা তুমি দাও সকল ছাড়িয়া রে।।
নাঈম তুমি করো যদি বেহেশতেরই আশা
করো করো করো নাঈম বন্ধের চরণ বাসা রে।।
পূর্ববর্তী:
« মরন তোমার একদিন তো হবেরে পাগল মন
« মরন তোমার একদিন তো হবেরে পাগল মন
পরবর্তী:
মরি হায় রে হায় দুঃখে আগুন জ্বলে »
মরি হায় রে হায় দুঃখে আগুন জ্বলে »
Leave a Reply