আমি আর নাহি গো সংসার সংসার করবো
দয়াল বন্ধের নামখানি মুই হুজুরে রাখিবো।।
দয়ালের চরণের মূলে বাসা গে বান্ধিবো
যেন থাকি সদা পাশে চরণ দাসি হবো।।
বন্ধের কাছেতে গিয়া আমি পদাশ্রয় চাহিবো
জগতময় তুমি যে মওলা আর কোথা যাহিবো।।
মুশকিল হাছান করে মওলা ফানা ফিল্লা হবো
রগে রগে মওলাজির নাম ছিটাইয়া দেবো।।
নাঈমে কয় মায়ার সংসার ত্যাগিবো ত্যাগিবো
আসিয়াছি যেবা কার্য্যে সেই কার্য্য করিবো।।
পূর্ববর্তী:
« আমি আর না আসিবো ভবমাঝারে মানব জনম লইয়া
« আমি আর না আসিবো ভবমাঝারে মানব জনম লইয়া
পরবর্তী:
আমি আল্লাহর রুপ দেখিলাম রে এ কী নজরে »
আমি আল্লাহর রুপ দেখিলাম রে এ কী নজরে »
Leave a Reply