নাঈম তোমার ভবের খেলা কয়দিন আছে বলো না
রঙ্গে ঢঙ্গে খেল খেলা আর তো ভালো লাগে না।।
ভবের খেলায় মত্ত্ব রইয়া আসল কার্য্য করলায় না
দিলের আয়নায় চেয়ে নাঈম স্বরুপ তব দেখলায় না।।
মানুষের সেবা কী নাঈম একদিন ও করলায় না
মানবের প্রেমে কী তুমি হওনি রে দেওয়ানা।।
ভবের বাজার জ্বালা যে এক আর তো প্রাণে সহেনা
এই বাজার ছাড়িয়া যাইতে কেউ তো আপন হবে না।।
কয় ভাবিয়া নাঈম মিয়া এই তো রে মোর নমুনা
রঙের নাচন ছেড়ে আমায় খুজতে হয় ঠিক ঠিকানা।।
পূর্ববর্তী:
« নাঈম তোমার প্রেমের কী ধারা বুঝিনা গো
« নাঈম তোমার প্রেমের কী ধারা বুঝিনা গো
পরবর্তী:
নাঈম নাম কী রবে চিরকাল »
নাঈম নাম কী রবে চিরকাল »
Leave a Reply