হায়রে হায় সংসারি মানুষ সংসারে ডুবিয়া রও
কে পাঠাইলো কিবা কার্য্যে তাহার নাম ভাবিয়া লও।।
সংসারের ভেড়াজালেতে আমার আমার কথা কও
আমার বলে ইমানখানি কেহ শক্ত করে নেও।।
ইতি জানাও সংসারি কাজ সকলি ফেলিয়া থও
মারফতে দয়ালরে ডাকো তুমি তো সংসারি নও।।
কেবা স্বামী জগতমূলে কেবা হইলো কাহার বউ
ছেড়ে সেসব মিছা মায়া দয়াল ঠাকুর নাম গে লও।।
সংসারি কাজ করো করো তবে কেন ভূলে রও
এক আল্লাতে বিশ্বাস করতে কেন নাঈম দ্বীমত হও।।
পূর্ববর্তী:
« হায়রে লুকাইয়া কয়দিন রই
« হায়রে লুকাইয়া কয়দিন রই
পরবর্তী:
হিংসাখোরগণ বলে এখন আবদুল করিম নেশাখোর »
হিংসাখোরগণ বলে এখন আবদুল করিম নেশাখোর »
Leave a Reply