ওরে ও মানবগণা বুঝিবে রে সময় আসিলে
ভবের কার্য্যে হইয়া মত্ত্ব আল্লাজির নাম ভূলিয়া গেলে।।
সংসার সংসার করতে করতে দিন কাটাইয়া দিলে
কেবা দিল দিনের আয়ু একবার না ভাবিলে।।
বৃথা রং আর বৃথা ঢং বৃথাই কাজ করিলে
যেজনায় কাজ করতে দিল আসল কাম ভূলিলে।।
সোহাগী বধূরে পাইয়া মায়াতে জড়াইলে
রং তামাশা করলে কেবল আপনায় চাহিলে।।
ভাবিয়া ভাবিয়া তাই দেওয়ান নাঈম বলে
বাধ বাসা ওহে মানব দয়াল চরণমূলে।।
পূর্ববর্তী:
« ওরে ও আমার উপাসনার বন্ধু
« ওরে ও আমার উপাসনার বন্ধু
Leave a Reply