কৃপা করো দয়াল মওলা মোরে অনাথ জানিয়া
ডাকি দাশে উচ্চস্বরে কেঁদে অভাগিয়া।।
ঠেকছে নাঈম ভব দরিয়ায় কূল নাহি পাহিয়া
দাশেরে করিও উদ্ধার আপনা ভাবিয়া ।।
পাক দরিয়ার পাকে পরে আমার তরনিয়া
ডুবো ডুবো হয়ে গেল কে নিবে ত্বরিয়া।।
সাঁতার না জানিয়া নাঈম ডরাইয়া ডরাইয়া
ডাকে কেবল তোমায় মওলা নাও উদ্ধার করিয়া।।
কয় ভাবিয়া নাঈম মিয়া ভব দরিয়ায় পড়িয়া
ভাঙা তরী ডুবলো আমার জলেতে ভরিয়া।।
পূর্ববর্তী:
« কৃপা করে চৈতন্য নিতাই
« কৃপা করে চৈতন্য নিতাই
পরবর্তী:
কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে »
কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে »
Leave a Reply