দয়াল মাওলাজি লও ত্বরিয়া অকূল দরিয়ায় মোরে
ভব দরিয়ার পাকে পড়লাম আমার তরী নিয়ে।।
সাঁতার নাহি জানি আমি দরিয়ার জলে রে
ভব দরিয়ার মাঝে পড়লাম তরঙ্গ যে বাড়ে।।
অভাগিয়া জেনে দয়াল নিও কৃপা করে
করুণার আধার দয়াল এই ভবের মাঝারে।।
নাঈমের ভাঙ্গা তরী নিও উদ্ধার করে
তুমি থাকলে অকূল মাঝে নাহি হৃদয় ডরে।।
দরিয়ার তরঙ্গে পরে নাঈম ডাকে উচ্চস্বরে
দয়াময় ডাকি তোমায় হুজুরে হুজুরে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া ভব দরিয়ার তরে
আহারে মোর ভাঙ্গা ভরলো জলের ডেরে।।
পূর্ববর্তী:
« দয়াল বলে ডাকে তোমায় কাঙালে
« দয়াল বলে ডাকে তোমায় কাঙালে
পরবর্তী:
দয়াল মুর্শিদ গো এই ভবে নেই »
দয়াল মুর্শিদ গো এই ভবে নেই »
Leave a Reply