ও মায়ার যৌবন রে,
করলে রে জোর জুলুমতি অঙ্গেতে বল্ পাইয়া
সেই বল্ তোমার কোথায় যাবে তনু যায় কমিয়া রে।।
চলিতে না পারো এখন শক্তি গেল চলিয়া
দেহে তব নাইরে শক্তি বার্ধক্য আসিয়া রে।।
কই গেল রে বন্ধু বান্ধব কোথায় লাল্লু মিয়া
কতজনার নাম পড়বে মনে সব গেল দূর হইয়া রে।।
আহা রে বার্ধক্য জীবন আমায় দিলি না ছাড়িয়া
তখন যে করোনি আফসোস পাপ যাওনি ভূলিয়া রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া এই তো রে দুনিয়া
কর্ম করলে ফল ভোগিবে সাঁই দিলে লিখিয়া রে।।
পূর্ববর্তী:
« ও মানুষ- মনমানুষের সন্ধান করো রে
« ও মানুষ- মনমানুষের সন্ধান করো রে
পরবর্তী:
ও মুমিন মুসলমান ভাই আমি বলি তোমাদেরে »
ও মুমিন মুসলমান ভাই আমি বলি তোমাদেরে »
Leave a Reply