মন তুমি যে মিছা মায়ায় জীবন কাটাইলে
তুমি জানো না কী রে
একদিন চলিয়া যাবে এই ভবের মায়া ভূলে।।
কোথা রবে বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন পরে
সকলি তো ফেলনা তোমার ভব মায়ার ডুরে।।
মা বাপ ভাই বোন পাড়া পরশি আছে রে সকলে
স্ত্রী সন্তান আছে যারা সঙ্গী নয় যাবার কালে।।
আসছো তুমি একা একা মায়ার ভবকূলে
চলে যাইবা একা একা রঙিন স্বপ্ন সব ফেলে।।
আসা যাওয়ার বন্ধু স্বজন বায়াপ যে করিলে
কেউ নাহি রে হবে সাথি মরন ডাক আসিলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া লেখা যে কপালে
জন্ম মৃত্যু বিয়ে হয় নছিব লিখন ফলে।।
পূর্ববর্তী:
« মন তুমি ভজলে না গুরু রইলে না গুরু সন্ধানে
« মন তুমি ভজলে না গুরু রইলে না গুরু সন্ধানে
পরবর্তী:
মন তুমি সেই ভাবনা করা কখন খাচা পড়বে খালি »
মন তুমি সেই ভাবনা করা কখন খাচা পড়বে খালি »
Leave a Reply