পাগলা নাও লইয়া যাওরে মন মাঝি তীরের দিকে দিকে
নাও যেন পড়ে না আমার অকূলের বিপাকে।।
স্রোতের বাওয়ে বাইও নাও যায় না যেন বেকে
কূল লইয়া মোর বাইও নাও সময়ের নিরিখে।।
বুঝে চালাও নাও রে মাঝি যাইয়ো না রে বাঁকে
হুশ হইয়া নাও বাইয়ো তুমি বৈঠা হাতে ঠিকে।।
গহিন ও নদীতে ভয় কেউ না কারে দেখে
ডুববে নাও অকূল নদীতে আপনারি চুকে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া মন মাঝি কই তোরে
ঘোর নিদানে বাহিও নাও দয়ালের নাম ধরে।।
পূর্ববর্তী:
« পাগল মন মোর করিলো না আপন সাধনা
« পাগল মন মোর করিলো না আপন সাধনা
পরবর্তী:
পাগলামি করে মোর পাগল মন »
পাগলামি করে মোর পাগল মন »
Leave a Reply