অকূলে ঠেকিলো আমার ভাঙ্গা তরী রে
মন মাঝি বিনয় করি
তরী লাগাও রে তীর ধরি।।
বেলা গেল সন্ধ্যা হলো নাম ডাকি কান্ডারী
আগে না হইয়াছি আমি সময় হুশিয়ারী রে।।
তরী নয় রে এ যেন এক কানা নাগরি
জল উঠে হয় ডুবো ডুবো মধ্যে সায়রি রে ।।
তরী আমার গেল দেখি বিপাকেতে পরি
মন মাঝি রে বাও জোরে না করিও দেরী রে ।।
কয় ভাবিয়া নাঈম মিয়া এখন কী যে করি
অকূল দরিয়ার ডুবো ডুবো আমার সাধের তরী রে ।।
পূর্ববর্তী:
« অকূল নদীর ঢেউ দেখে ডরাই
« অকূল নদীর ঢেউ দেখে ডরাই
পরবর্তী:
অকূলে পড়িয়া ডাকি ওগো দয়াময় »
অকূলে পড়িয়া ডাকি ওগো দয়াময় »
Leave a Reply