ও আমার মন মাঝিরে সঠিক পথে চাও
ঠিক পথ ধরিয়া তুমি আমার তরী বাও
ওরে ও মন মাঝিরে।।
সাজ করেছে মলয় দিকে দৃষ্টি খানি মেলাও
মেঘ ডাকেরে শুনো মাঝি তরী মোর বিরাও।।
নাঈমের ভাঙ্গা তরী বৈঠা হাতে নাও
তুফান বাড়িবার আগে ঘাটে লইয়া যাও।।
দয়াল কান্ডারী নাম লইয়া তরী চালাও
ভূমধ্য সাগরের মাঝে লাগাইয়ো না নাও।।
জোয়ার উঠলো বান ডাকিলো বায়ু বয় হাউমাউ
কোন দিকে আসিছে পবন করে দেখ ঠাওর।।
কয় ভাবিয়া নাঈম মিয়া স্রোতে স্রোতে যাও
যেদিকে দেখিবায় তীর সেইখানে লাগাও।।
পূর্ববর্তী:
« ও আমার প্রাণকৃষ্ণ কাঁই গো বল গো আমারে
« ও আমার প্রাণকৃষ্ণ কাঁই গো বল গো আমারে
পরবর্তী:
ও আর পাসর মা যায় গো তারে »
ও আর পাসর মা যায় গো তারে »
Leave a Reply