ওরে ও রঙিলা মাঝি,ও রঙিলা মাঝি রে
ঠিক হইয়া হাল ধরো পৌছাইতে হয় আজি।।
উল্ঠা পাল্ঠা বাওরে নাও তুমি বড্ড পাজি
স্রোতের বাওয়ে ছাড়ো নৌকা হইয়া তুমি রাজি।।
ডাকো ডাকো ও মাঝি ভাই ডাকো দয়াল গাজি
আমার সনে না করিও বেদবিতের কারসাজি।।
কোন পানে নাও বাও রে তুমি বুঝি না ঠিকুজি
দৃষ্টিহারা হইছো নাকি করো বাজিগরের বাজি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া নাও যে বিরল তাজি
আসল ঘাটে পৌছুতে চায় না করে বর্বজি।।
পূর্ববর্তী:
« ওরে ও মানুষ, গয়া কাশী বৃন্দাবনে খোদা নাহি রয়
« ওরে ও মানুষ, গয়া কাশী বৃন্দাবনে খোদা নাহি রয়
Leave a Reply