আমার ভাঙ্গা বজরা দেইখা লোকজনে হাসে
কিবা বজরা লইয়া নাঈম নদীর জলে ভাসে রে।।
ভাঙ্গা বজরায় ধরলো রে ছয় বেয়াদব এসে
বায়না বৈঠা লয় না ছইর জল কেউ সেচে রে।।
নয়া কাঠের বজরা হইলে দেখতে সবাই আসে
কিবা সুন্দর দেখা যায় কে বানাইয়া দিছে রে।।
আমার বজরা নয়তে ভালা ফেনাইয়া জল আসে
জলের ও বাইছালি লইয়া বাতাসম ঠাসে রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া ঠেকলাম আমি শেষে
ভাঙ্গা বজরা লইয়া আমি ঘুরি পাগল বেশে রে।।
পূর্ববর্তী:
« আমার ভাঙ্গা তরী যায় ভাসিয়া অকূল সাগরে
« আমার ভাঙ্গা তরী যায় ভাসিয়া অকূল সাগরে
পরবর্তী:
আমার ভাব রে— তুই কেন আগে জাগলি না »
আমার ভাব রে— তুই কেন আগে জাগলি না »
Leave a Reply