আর নি আমার ভাঙ্গা বজরা চলিবে নদিয়ার জলে
ভাঙ্গা বজরা লইয়া রে নাঈমে বলে।।
বজরার কাঠে ঘুনে ধরছে মর্মর আওয়াজ তুলে
বাতা বুঝি যায় গো ভাইঙ্গা ঘুনের ও কবলে।।
নয়া কাঠে ছিল বজরা বানাইছে মহাজনে
কাঠ দেখি পুরাতন হইছে ভয়ে রইলাম মনে।।
কখন জানি ভাঙ্গে বজরা তরঙ্গ উঠিলে
কোন কুম্বুরে আটকায় জানি ডর উঠে হৃদকূলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া বজরা নিও তুলে
দয়াময় ডাকি গো তোমায় আমায় আপন বলে।।
পূর্ববর্তী:
« আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত
« আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত
পরবর্তী:
আর বন্ধু নি আমার রে নিদায়-পাষাণ বন্ধরে »
আর বন্ধু নি আমার রে নিদায়-পাষাণ বন্ধরে »
Leave a Reply