কোন নাচনে মন মজাইলা হইছো বাউলা রে
ওরে ও বাউলা নাঈম ডাকো মওলা রে।।
মওলা রুপ দেখিয়া নাঈম হইছে আউলা রে
রুপের ছটক দেখিয়া তার বাড়লো জঞ্জালা রে।।
মওলা আসে গৃহে মোর নাঈম চেয়ে রইলা রে
আসিলে না রবে আমার মওলা নামের জ্বালা রে।।
হিয়া কোণে লাগলো অনল পুড়ে হইলো কালা রে
তবু মোরে মওলা কেন গলে না দেয় মালা রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া আগে ছিলাম ভালা রে
সোনার অঙ্গে ছাই লাগালাম ভেদিয়া নিরালা রে।।
পূর্ববর্তী:
« কোন দেশে যাই বলো সুখের আশায় দুঃখের বুঝা
« কোন দেশে যাই বলো সুখের আশায় দুঃখের বুঝা
পরবর্তী:
কোন বনে বসিয়া ধনী মনোচোরায় বাঁশি বায় »
কোন বনে বসিয়া ধনী মনোচোরায় বাঁশি বায় »
Leave a Reply