পুতুল খেলা কেউ দেখছনি
খেলে পুতুল এক মহাজন
মানব রে তুই যে পুতুল
আল্লাহ যে একজন।।
যেমন খুশি মহাজনে নাচায় পুতুলখানি
পুতুলে ও তাহার মতে নাচে তেমনি
পুতুল খেলা একদিন হবে শেষ
শমন আইসা ডাকিবে যখন।।
হরেক রঙের পুতুল আছে জোড়ায় জোড়ায় মিল
সেই পুতুলের হৃদ মাধানে একটিমাত্র দিল
পুতুলের নাচ কতই ভঙ্গিময়
নাচতে পারে তারা বহুক্ষণ।।
রঙের পুতুল নাচে নাচে কোমরখানি দোলে
সুষ্ঠুপথে চলতে তারে মহাজনে বলে
লিখে দিছে সাঁই মহাজনে
পুতুলের ঐ কপালেতে লিখন।।
নাঈম পুতুল জগত মাঝে আছে ছিটে ছড়ে
নাচতে থাকে তারা সবাই লিখন অনুসারে
কবে জানি যাইবে নিজের গৃহে
ডাক না জানি আসিবে কখন।।
পূর্ববর্তী:
« পিারিতি করি শ্যাম-কালাচান্দে ঠেকাই গেল ফান্দে
« পিারিতি করি শ্যাম-কালাচান্দে ঠেকাই গেল ফান্দে
পরবর্তী:
পুরুষ আর রমণীর চারি জাতি জানি »
পুরুষ আর রমণীর চারি জাতি জানি »
Leave a Reply