করে কেবল তাড়াহুড়া রে কেবল তাড়াহুড়া
মানুষ যে দ্বীচরণি ঘোড়া।।
দৌড়তে জানে দেশে দেশে না বুঝে আগাগোড়া
বুঝে না রে কখন জানি যেতে পারে মারা রে।।
হয়রান কী লাগে না ঘোড়া ভালো এতই দৌড়া
বুঝেনা রঙের ও ঘোড়ায় দ্বীন দুনিয়ার ধারা রে।।
স্বার্থের ও পেছনে রহে হায়রে মানব ঘোড়া
উলঠ পালঠ হইয়া শেষে ঠ্যাং হয় তাহার লেউড়া রে।।
কয় ভাবিয়া নাঈম কী লাভ করে তাড়াহুড়া
একদিন তো হইতে হবে এই না ভব ছাড়া রে।।
পূর্ববর্তী:
« করুণার নিধি গউর, উদয় হইল
« করুণার নিধি গউর, উদয় হইল
পরবর্তী:
কর্ণে শুনিবে যাহা প্রত্যক্ষ প্রমাণ তাহা »
কর্ণে শুনিবে যাহা প্রত্যক্ষ প্রমাণ তাহা »
Leave a Reply