রঙের ঘোড়া রঙের ঘোড়া রে
আর কত কী ঘুরবে দেশে দেশে
হয়রান কী লাগে না ঘোড়া
ও ঘোড়া রে
আটকিবায় যে শেষে।।
দৌড়িয়া যাওরে রঙের ঘোড়া পাগলেরই বেশে
বুঝিলায় না লাভ নি হবে দৌড়ে অবশেষে।।
এ দেশ হতে ও দেশ মাঝে দৌড়লে মিছে মিছে
হঠাৎ যে ভাঙিবে চরণ ভাবলে কী তা বসে।।
বসতে নাহি পাওরে ঘোড়া শুইলা দাঁড়ান বেশে
পেছন হতে দিল লাথি আইসা বড় মুষে।।
ঘুরতে ঘুরতে রঙের ঘোড়া যাবে ঘরনিবেশে
নাঈম বলে কাজ হইতো ধ্যান করিলে বসে।।
পূর্ববর্তী:
« রঙের কানা রঙের কানা রে
« রঙের কানা রঙের কানা রে
Leave a Reply