আমি আর না আসিবো ভবমাঝারে মানব জনম লইয়া
মানব জনমে আসিলে আবারো যেতাম দয়াল নাম ডাকিয়া।।
মানব জনম হইতো পূরণ আরেক জন্মে আসিয়া
এ জনমে না করেছি পূণ্য পাপে দিয়াছি দিন গোহাইয়া।।
যদি গো হতো মোর আরেক জনম সকলি আশা ছাড়িয়া
করিতাম কেবলি দয়ালের সেবা হৃদয় ও মন মজাইয়া।।
ভূল যে করেছি এ জনমেতে পাপের প্রায়শ্চিত্ত ভাবিয়া
পরজনমে মুই পাপ না করিতাম মানব সেবাতে ডুবিয়া।।
কয় ভাবিয়া নাঈম মিয়া হায়রে জীবন নদিয়া
গেল সব বিফলে এ জনম কালে পূণ্য কর্ম ছাড়িয়া।।
পূর্ববর্তী:
« আমি আর কি দেখা পাব বন্ধু রে
« আমি আর কি দেখা পাব বন্ধু রে
পরবর্তী:
আমি আর নাহি গো সংসার সংসার করবো »
আমি আর নাহি গো সংসার সংসার করবো »
Leave a Reply