তনু কী আর রবে চিরকাল নাঈম ভেবে দেখলে
টানিয়া নিবে যমপুরে শমন ডাক আসিলে।।
সাধে সাধে রঙ তামাশায় বিবাহ করিলে
আপন ভবে, কেউ সঙ্গী নয় ভব ছাড়িবার কালে।।
দেশে দেশে করলে বিয়া সন্তান জন্ম দিলে
কেউ না তোমার হইবে আপন যাইতে পরকালে।।
রঙিন রঙিন দেখলে স্বপন টাকা পয়সা হলে
করবে তুমি আওশগিরি যায়রে সব বিফলে
ভাবিয়া দেখেছ নাঈম তুমি যাবে মইলে
লাভ হইতো শেষে তব দয়ালের নাম নিলে।।
পূর্ববর্তী:
« তখন সুনামগঞ্জে বহু গান গেয়েছি
« তখন সুনামগঞ্জে বহু গান গেয়েছি
Leave a Reply