মরন তোমার একদিন তো হবেরে পাগল মন
তবে করো মোহমায়া কিসের ও কারণ- তুমি।।
ঘরবাড়ি দালান কোটা সাজানো রঙের জীবন
সব ছেড়ে যে করবে তুমি ঘোরখানি আপন- তুমি।।
ভূল যে নাঈম যা দেখেছ তুমি ভবের স্বপন
ছুকিয়ে যাবে সকলকিছু রঙিন জীবন যাপন- তুমি।।
যখন তোমায় ডাকবে আইসা মরনের শমন
টানিয়া টানিয়া নিবে ছাড়িবে ভূবন – তুমি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া হায়রে নিছক জীবন
আমার আমার কেবল তুমি করলে সর্বক্ষণ – তুমি।।
পূর্ববর্তী:
« মরণ ফাঁদে পড়ে কাঁদে হাওর এলাকার লোকে
« মরণ ফাঁদে পড়ে কাঁদে হাওর এলাকার লোকে
পরবর্তী:
মরনের ডাক আসিলে নিকটে নাঈম »
মরনের ডাক আসিলে নিকটে নাঈম »
Leave a Reply