মওলা যে বাউলা করিলো
বাউলা উজল রুপ দেখাইয়া
তাইতো রে হইলো বাউল নাঈম মিয়া।।
মওলা যে করিলো বাউলা দিল দিলো রাঙাইয়া
নাচন ও উঠিলো মনে প্রেম গানা শুনিয়া।।
আল্লাহ আল্লাহ জপে মওলা প্রাণ বন্ধের লাগিয়া
আল্লাহ বিনে এই ভূবনে কেউ নাই আপনিয়া।।
উজল হলো হৃদাঙ্গন মোর নাচে তালে হিয়া
কয় না কথা দেওয়ান নাঈম সরমিয়া সরমিয়া।।
নাঈমের মন হইলো বাউল রুপ ছটক দেখিয়া
বন্ধে নি করিবো সঙ্গি তার আপন ভাবিয়া।।
পূর্ববর্তী:
« মওলা পাপীর কী গো পুরাইবায় বাসনা
« মওলা পাপীর কী গো পুরাইবায় বাসনা
পরবর্তী:
মওলা সাধ কী পুরাইবো না আর কী আসিবো না »
মওলা সাধ কী পুরাইবো না আর কী আসিবো না »
Leave a Reply