নাঈম গাহিলো গান রে হাতে তালি দিয়া
আসবে রে গৃহেতে আমার বন্ধু বিনোদিয়া।।
গাহিলো গাহিলো রে গান নাচিয়া নাচিয়া
সম্মুখে চাহিলে শুনে আজ নাঈমের বিয়া।।
ফুল বিছানা সাজাইলো যতন ও করিয়া
আতর গোলাপ চুয়া চন্দন দিল রে ছিটাইয়া।।
নাঈম মইলে ওগো সখি দিও তারে কইয়া
শূন্য বাসর করতে যাপন একেলা আসিয়া।।
আসবে বলে না আসিলো বন্ধু নিষ্ঠুরিয়া
ভরসা যা ছিল মনে গেল রে ভাঙ্গিয়া।।
কয় ভাবিয়া নাঈম মিয়া শোন সখি মন দিয়া
গেল নাঈম পরবাসে পরবাসির লাগিয়া।।
পূর্ববর্তী:
« নাঈম কুলনাশা হইলো গো নীলার কারণে
« নাঈম কুলনাশা হইলো গো নীলার কারণে
পরবর্তী:
নাঈম ডাকে রে আল্লাজির নাম ডাকে সরলে »
নাঈম ডাকে রে আল্লাজির নাম ডাকে সরলে »
Leave a Reply