আমি তো নয় রে বাউল রে
বাউল হইলো আমার মন রে
বাউলত্ত্বের সন্ধানে সে থাকে সারাক্ষণ রে।।
বাউল বাউল হইলো আউল বাউল আমার মন
এমন বাউল পাইবে কেবা খুঁজে তিন ভূবন রে।।
আল্লা আল্লা ফানা ফিল্লা জপ করে সে যখন
দেখে মওলার রুপের ছটক ফাল দিয়াছে তখন রে।।
মনমোহনে লাগলো রে মওলা নামের আগুন
তাইতো সে হইলো বাউলা প্রাণবন্ধের কারণ রে।।
কয় রে নাঈম বন্ধের দেখা হয় রে বলো কখন
দেখিলে পায় নজরানা দয়াল বন্ধের বদন রে।।
নাঈমের মন মজলো প্রেমে আসলো বন্ধে কখন
লাইলাহা ইল্লাল্লাহ বলে জপে মনমোহন রে।।
পূর্ববর্তী:
« আমি তো জানি না আমার এখন কী হবে
« আমি তো জানি না আমার এখন কী হবে
পরবর্তী:
আমি তোমার আশায় আছি »
আমি তোমার আশায় আছি »
Leave a Reply