রঙের নীলা জানো লিলা রে
আপন লিলায় নাচাও চরণ মোর
বাউলা হইয়া একতারা লই কা়ঁদি দুখে ঝর ঝর।।
পিরিতে মজাইলি মোরে রুপ দেখাইয়া তোর
বুঝিনা তোর মতিগতি নারি কি তুই নর।।
নাঈম বুঝি ঠেকছে এখন চিনে না নিজ পর
দিলের চোখে দেখতে পেল বন্ধের ও খবর।।
ভাঙ্গিয়া গিয়াছে ওগো আশাবরীর আসর
আশা নি পুরাইবো সে জিজ্ঞাসি পর পর।।
নীলা মোরে ছেড়ে দিল গেল গেল দূর
নাঈম বলে বাউলা রুপে বদনেতে নূর।।
পূর্ববর্তী:
« রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে
« রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে
পরবর্তী:
রঙের হাওয়া রে »
রঙের হাওয়া রে »
Leave a Reply