বাউলা হইলো নাঈম রে হইলো রে বাউলা নাঈম
যার লাগিয়া বাউলা হইলো না জানি কী অসিম রে।।
আপন ছুরত মাঝে বন্ধে দেখায় প্রেমের খেলা
দেখিয়া বন্ধের ও স্বরুপ হইছে নাঈম আউলা রে।।
যদি নাঈম দেখে বন্ধের বাস্তবিয়া রুপ
পারবো নি করিতে সহ্য প্রেমেরই প্রকোপ রে।।
কিবা প্রেমে মন মজিলো পাইলো শুধু ছল
লোকসমাজে এখন কেবল ডেকে কয় পাগল রে।।
দিবারাতি হৃদাঙ্গনে উঠে প্রেমের জ্বালা
জ্বালায় জ্বালায় কালা হইয়া ডাকে বন্ধু মওলা রে।।
নাঈম কী আর বাও বুঝেছে বন্ধু হবে আফিম
বাউলা কী হইতো সে পাইতো কোনো মহিম রে।।
পূর্ববর্তী:
« বাউলা হইবার সাধ কি রে সবার মনে হয়
« বাউলা হইবার সাধ কি রে সবার মনে হয়
Leave a Reply