বাউলা হইবার সাধ কি রে সবার মনে হয়
বাউলা যে বানাইলো মোরে বন্ধু দয়াময়।।
নাঈম কী আর সাধের বাউলা জ্বালা মনে সয়
লোকে বলে ওরে পাগলা তোর যে কিছু নয়।।
বন্ধে শুধু আমার সনে করে রে নয় ছয়
দোহাই লাগে বলি তারে যেন কাছে রয়।।
আউলা যাওলা হইছে নাঈম রঙের গানা লয়
বন্ধে যদি আসে ফিরে যদি কোলে লয়।।
কাছেতে না রইলো বন্ধে উঠলো মনে ভয়
না করিলো বন্ধে আমায় তাহার চরণদ্বয়।।
আহারে রঙের নাঈমের আশা পুরার নয়
আশার আশি দিবানিশি পরবাসেতে রয়।।
নদীর তীরে বইসা ডাকি কইরে বন্ধু কই
না দিও রে বিচ্ছেদ যাতন কেমনে তাহা সই।।
বন্ধু বিনে আর কেহ নাই ডেকে নাঈম কয়
আপন আপন বন্ধুর চরণ রঙের জগতময়।।
আশা নিয়ে আশাবরী মনে আশা রয়
আসলে বন্ধে লইবো টেনে দেখিও নিশ্চয়।।
চলো নাঈম সন্ধান করো বন্ধে নি মোর হয়
বন্ধের দূরে থাকা আমার পরাণে না সয়।।
পূর্ববর্তী:
« বাউলা নাঈম তুই হইলি রে নীলার লাগিয়া
« বাউলা নাঈম তুই হইলি রে নীলার লাগিয়া
পরবর্তী:
বাউলা হইলো নাঈম রে হইলো রে বাউলা নাঈম »
বাউলা হইলো নাঈম রে হইলো রে বাউলা নাঈম »
Leave a Reply