আল্লাহর নাম ধরো রে নাঈম
ধ্যান করো তাহার
অসীম দয়ালু আল্লাহ
করুণা অপার( করুণা অপার) ।।
সাঁকার আল্লাহ আঁকার আল্লাহ
আল্লাহ হয় নিরাকার
এই মত ছাড়িয়া নাঈম
যাও আল্লাহর দরবার।।
মারফতে কয় সাঁকার আল্লাহ
জ্ঞানেরও মাঝার
ভাইবা দেখ কী কয় নাঈম
দিব্যজ্ঞান তোমার।।
আপনি সুরেতে ডাকো
আল্লাহ যার যার
আপন আল্লাহ আপন মাঝে
খুঁজো সারাসার।।
পূর্ববর্তী:
« আল্লাহ’কে হবে ভালোবাসা নবীকে বাসলে ভালো
« আল্লাহ’কে হবে ভালোবাসা নবীকে বাসলে ভালো
পরবর্তী:
আল্লাহর নাম নবির নাম লইয়া রে »
আল্লাহর নাম নবির নাম লইয়া রে »
Leave a Reply